নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লা উপজেলার চাঁনমারি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২১জানুয়ারি ভোর ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে ফায়ার সার্ভিসের 8 টি ইউনিট। প্রায় ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রন আরে ফায়ার সার্ভিস।
চাঁনমারি বস্তি এলাকায় প্রায় অর্ধশতাধিক বসত বাড়ি পুরে গেছে বলে ধারনা করা হচ্ছে। তবে আগুন লাগার কারন এখানো পর্যন্ত সঠিক কিছু জানা যায়নি।
ফতুল্লা থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানায়, বস্তিার প্রায় অর্ধশত ঘরবাড়ি পুরে গেছে,আগুল লাগার কারন এখনো জানা যায়নি, আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
