নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সোনারগাঁয়ে র্যাব অভিযান চালিয়ে ১ পরিবহন চাঁদাবাজকে আটক করেছে।২০ জুলাই শনিবার সোনাগাঁয়ের কাঁচপুর এলাকা থেকে চাঁদা আদায় কালে তাকে আটক করে র্যাব-১১।
আটককৃত পরিবহন চাঁদাবাজের নাম মোঃ মোমেন (৩৫)। এসময় তার কাছ থেকে চাঁদাকৃত ১৮ শত ৩০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ ’র মেজর তালুকদার নাজমুছ সাকিব প্রেরিত বিজ্ঞপ্তিতে জানায়, অটককৃত চাঁদাবাজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির কথা স্বীকার করেছে। তিনি জানান,আটককৃত মোমেন স্বক্রিয় চাঁদাবাজ দলের সদস্য। তারা রোডে চলা-চলকারী বাস,ট্রাক,লেগুনা সহ বিভিন্ন যানবাহন থেকে ৩০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত প্রতিদিন চাদা আদায় করে থাকে। কেউ চাঁদা দিতে নাচাইলে তাদের মারধর করতো। তার সাথে সর্ম্পিক্ত সকল চাঁদাবাজদের গ্রেফতার কারার জন্য অভিযান পরিচালনা করা হবে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
