নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মোবাইল অপারটার গুলোকে নুতন কলরেট নির্ধারন করে দিয়েছে সরকার। থাকছেনা অন নেট ও-অফ নেট কোন কল রেট । ১৪ আগস্ট থেকে শুরু হল বাংলাদেশের নতুন মোবাইল কল রেট। কল রেট হবে সর্বনিম্ন ৪৫ পয়সাও আর সর্বোচ্চ সীমা ২টাকা।
বিটিআরসি থেকে যানানে হয়েছে.১৩ আগষ্ট রাত ১২ টার পর থেকে মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে অফ নেট ও অন নেট সুবিধা থাকছে না।
নতুন কল রেটে থাকছে না কোন ২৫ পয়সা রেটা । যেকোন মোবাইল আপারেটরে কল করলে সর্বনিম্ন ৪৫ পয়শা কাটা হবে প্রতি মিনিটের জন্য।
টেলিকম সেক্টর খাত থেকে ৪০ পয়সা প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল জুলাই মাসের শুরুতে। বিভিন্ন বিবেচনা প্রক্রিয়া শেষে ৪৫ পয়সা নির্ধারন করে তা কর্যকরের নির্দেশনা পাঠানো হয় বিটিআরসিতে।
তবে নাম্বার না বদলে অপারেটার পরিবর্তনের সেবা ১ আগষ্টে চালুকরার কথা থাকলেও সেটা কারিগরি প্রস্তুতির কারনে ২ মাস পেছানো হয়েছে।