নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ হেফাজত নেতা মাওলানা মামুল হককে অবার ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।বায়তুল মোকাররমে তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা ২ টি মামলায় দশ ও সাতঁ দিন(মোট ১৭ দিন০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করেন পুলিশ।
আড়ও পড়ুনঃ-২০২১ সালের ফিতরা’র হার নির্ধরণ,জেনে নিন ফিতরার হার সমূহ
আড়ও পড়ুন-মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় দুই জনের ফাসিঁর আদেশ
আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে দুই মামলায় ৩ দিন ও ২ দিন(মোট) ৫ দিনের রিমান্ড মন্জুর করে আদালত।
আজ ৫ মে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালত এ রিমান্ড মন্জুর করে। এর আগে গত ১৭ ১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে আটক করে পুলিশ।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
