নারায়ণগঞ্জ বাণী২৪ ঃ আড়াইহাজারে গোসল করতে গিয়ে সুমাইয়া (৭) ও আরিফা (৯) নামের একই গ্রামের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
৫ জুলাাই রবিবার দুপুরে আড়াইহাজার উপজেলার শ্রিনিবাসদি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া উপজেলার শ্রিনিবাসদি গ্রামের কাউসারের মেয়ে ও সানমুন কিন্ডার গার্ডেনের নার্সারি শ্রেণীর ছাত্রী এবং আরিফা একই গ্রামের বাসেদের মেয়ে এবং শ্রিনিবাসদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
নিহতদের স্বজন ও এলাকাবাসি জানায়, রবিবার দুপুরে সুমাইয়া ও আরিফা একই সাথে পাশের ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক্ষণ চেষ্টার পর উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
