নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঈদের নামাজে জামাত খোলা জায়গায় পড়তে পারবেনা বলে পরিস্কার জানিয়ে দিয়েছে ধর্ম মন্ত্রনালয়। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আসন্ন ঈদুল ফিতরে নামাজ ঈদগাহ বা খোলা জায়গা না করে মাসজিদে আদায়ের অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
১৪ মে বৃহস্পতিবার র্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারিকৃত র্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে মুসল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে মাসজিদে নামাজ আদায় সহ ১৩ নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখিত নির্দেশেনা না মানলে আইগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
নির্দেশনা গুলো হল,
- ১) ঈদ জামাত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হলো। প্রয়োজনে মাসজিদে একাধিক জামাত করুন।
- ২) জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজে পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে এবং মুসল্লিরা জায়নামাজ নিয়ে আসবেন।
- ৩) মসজিদে অজুর স্থানে সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
- ৪) মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পনি রাখতে হবে।
- ৫) মুসল্লিদের বাসা থেকে অজু করে মসজিদে আসতে হবে েএবং কমপেক্ষে ২ে০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।
- ৬) মুসল্লিরা অবশ্যই মাস্ক পরে মসজিদে আসবে এবং মসজিদে থাকা টুপি ও জায়নামাজ ব্যবহার করা যাবেনা।
- ৭) নামাজের কাতারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
- ৮) শিশু, বয়োবৃদ্ধ ও যেকোনো অসুস্থ ব্যক্তি জামাতে অংশগ্রহন করতে পাবেন। একই সাথে অসুস্থ ব্যাক্তিদের সেবায় নিয়োজিত কেউ জামাতে অংশগ্রহন করতে পাবেনা।
- ৯) স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।
- ১০) কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ করা হলো।
- ১১) খতিব ও ইমামগণকে নামাজ শেষে করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার অনুরোধ করা হলো।
- ১২) বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবে খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
