নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নকল মাস্ক সর্বরাহের অভিযোগে জেএমআই চেয়ারম্যান রাজ্জাক গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৯ সেপ্টেম্বর দুপুরে রাজ্জাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশন।
নকল মাস্ক সর্বরাহের মামলায় কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক সহকারী পরিচালক উপপরিচালক জাকির হোসেনসহ, সর্বরাহকারী প্রতিষ্ঠান জেএমআই চেয়ারম্যান রাজ্জাক সহ ৭ জনকে আসামী করে মামলা দয়ের করা হয়েছে।
আর এই মামলায় ৭ জনের মধ্যে প্রধাধন আসামী জেএমআই চেয়ারম্যান রাজ্জাকে গ্রেফতার করা হলো । bangladesh protidin
NarayanganjBani24.com NarayanganjBani24.com
