নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের একটি রিপোর্টে এমনটাই দাবী করা হয়েছে।
এর আগে করোনা পরীক্ষার জন্য গতকাল শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নমুনা নেওয়া হয়। নমুনা পরীক্ষায় আজ রবিবার তার করোনা পজেটিভ আসে।
তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষায় পজিটিভ আসার বিষয়টি জানে না বলে দাবি করেছে তার পরিবার ও দল।
রিপোর্টে দেখা গেছে, আইসিডিডিআরবির ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে খালেদার করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এবং তার বাসার ঠিকানা দেখানো হয়েছে গুলশান-২।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
