নারায়ণগঞ্জ বাণী বিনোদন ডেস্কঃ কয়েকদিন আগে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হন চিত্রনায়িকা শাহনূর।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত সব চরিত্রের জীবন চেতনা নিয়ে নির্মাণাধীন এই ছবির নাম ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। নির্মাতা আরিফুর জামান আরিফের এ ছবিতে চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করবেন শাহনূর। এরইমধ্যে এ ছবির প্রথম অংশের কাজ শেষ হয়েছে। সে অংশে ফেরদৌস ও পপি অভিনয় করেছেন। কয়েকদিনের মধ্যে এ ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন শাহনূর। এ ছবির বাইরে নতুন আরেকটি কাজের খবর দিলেন এই অভিনেত্রী। শাহনূর
বলেন, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিতে আমার অংশের কাজ কয়েকদিন পর শুরু হবে। তবে এ ছবির বাইরে নতুন আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। আগামীকাল থেকে গাজীপুরে এর দৃশ্যধারণের কাজ
শুরু হবে। নাম চূড়ান্ত না হওয়া এ স্বল্পদৈর্ঘ্যটির কাহিনি আমার ভালো লেগেছে। এটি নির্দেশনা দেবেন মনির আহমেদ। আশা করি, দর্শক এ কাজটি পছন্দ করবেন। চলচ্চিত্রের বাইরে নাটকেও কাজ করেন শাহনূর।
সবশেষ মা দিবসের দুটি নাটকে অভিনয় করে বেশ প্রশংসা পান চলচ্চিত্রের এই অভিনেত্রী। ওই দুই নাটকের নাম ছিল ‘ভাগ’ এবং ‘এই শহর আমার জন্য না’।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
