নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩০৬ জন। একই সাথে করোনায় আক্রান্তদের মধ্যে আরও মৃত্যু হয়েছে আরও ৯ জনের।
১৮ এপ্রিল বৃহস্পতিবার মহাখালির স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত ২৪ ঘন্টায় বাংলাদেশের করোনার অবস্থা আপডেট সর্ম্পকে বিস্তারিত জানাতে অনলাইন ভিডিও ব্রিফিয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান আইইডিসিআরের পরিচালক ডা. সাবরিনা ফ্রোরা।
ভিডিও ব্রিফিং পরিচালনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতি.মহাপরিচালাক ডা.নাছরিন সুলতানা। তিনি জানান,গত ২৪ ঘন্টায় নতুন করোনায় আক্রান্ত ৩০৬ সহ সারাদেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২০১৪৪ জন এবং মোট মৃতের সংখ্যা ৮৪ জন। গত ২৪ ঘন্টয় ২১৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও তিনি জানান।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
