নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে ২০২০ সালের ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দেয়া নির্দেশনা।
আজ থেকে পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স পেতে লাগবে ডোপ টেস্টের সনদ।
৩০ জানুয়ারি রবিবার থেকে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো বন্ধ করতে নতুন এ নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।
ড্রাইভিংলাইসেন্স নতুন নিবন্ধন ছাড়াও নবায়ন করতে গেলেও লাগবে ডোপ সনদ। ডোপ সনদ পেকে সব পর্যায়ের সরকারি হাসপাতাল এবং ঢাকা মহানগরীর ক্ষেত্রে ছয়টি প্রতিষ্ঠান থেকে করা যাবে ডো টেষ্ট।
গত ১৩ জানুয়ারি ডোপ টেস্টবিষয়ক এক পরিপত্রে বলা হয়, ডোপ টেস্টে মাদক সেবনের আলামত পাওয়া যায় এবং রির্পোটে বিরুপ মন্তব্য থাকে তাহলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা নবায়ন করা যাবে না।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
