নারায়ণগঞ্জ বাণীা২৪.কমঃ ঢাকা-নারায়ণগঞ্জ রোডে মৌমিতা পরিবহন বাস থেকে ছিন্তাই করার সময় ২ ছিন্তাইকারীকে অটক করা হয়েছে।
৭ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে শিবুমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো, সিদ্ধিরগঞ্জ এলাকার মৃত আব্দুস ছাত্তার গাজীর ছেলে জামাল হোসেন ভুলু (৩৮) ও শ্যামপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে জুয়েল (৩০)।
ছিন্তায়ের শিকার আতাউর রহমান জানায়, ব্যাংকে টাকা জমা দেবার জন্য চাষাড়ার উদ্দেশ্য মৌমিতা পরিবহন নামের বাসে উঠে। পরে কৌশলে তার পাসে দাড়িয়ে থাকা এক ছিন্তাইকারী বোমি করার ভান করে, এই সুযোগে আরেক যাত্রী তার পকেটে থাকা ১ লাক্ষ টাকা নিয়ে দৌড়ে বাস থেকে নেমে যায়।
আতাউর রহমান টের পেয়ে চিৎকার করলে রাস্তায় থাক পথচারিদের সাহায্য দুই ছিনতাইকারীকে আটক করে গনধোলাই দেওয়া হয়।
ফতুল্লা থানার ওসি মন্জুর কাদের বলেন, ছিন্তাইকারীদের আটক করা হয়েছে ও ছিন্তাইয়ের ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ছিন্তাইয়ের শিকার আতাউর রহমান একটি ছিন্তাইয়ের মামলা দায়ের করেছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
