নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনার সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন আরও বাড়ছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রনে মন্ত্রীপরিষদ বিভাগ দেশে চলমান লকডাউনের মেয়েদ বাড়িয়ে আগামী ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে।
প্রস্তাবনাটি অনুমোদনের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে। চলমান লকডাউনের মেয়াদ ৭ দিন বাড়িয়ে ২৩ মে রবিবার প্রজ্ঞাপন জারি করা হতে পারে প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে।
এই লকডাউন বাড়ানোর কোনো সুপারিশ করেনি কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তবে তারা জোর দিয়েছেন স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধানের উপর।
গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে লকডাউন ঘোষনা করা হয় দেশে করোনার করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে। এরপর থেকেই কয়েক দফায় বাড়ানো হয় লকডাউনের মেয়াদ। বর্তমানে দেশে লাকডাউনের মেয়াদ রয়েছে আগামী ২৩ মে পর্যন্ত ।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
