নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মসিউর রহমান রনিকে র্কোটে হাজির করেছে পুলিশ। একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ তাকে গ্রেফতারে করে আদলতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
ফতুল্লা থানার ওসি মন্জুর কাদর বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগষ্ট সোমবার ভোর ৬ টারদিকে দাপা ইদ্রাকপুর থেকে মসিউর রহমান রনিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
এর আগে রনির পরিবার থেকে জানানো হয়েছিল, সাদা পোষাক পরিহীত ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়। এর পর থেকেই রনিকে খুজে পাওয়া যায়নি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
