নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নিউজিল্যান্ডের রেস না কাটতেই এবার এবার নেদারল্যান্ডে একটি গন পরিবহনে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এই হামলায় হতাহতের আশঙ্কা বহু ধারনা করা হচ্ছে।
১৮ মার্চ সোমবার সকাল ১০ টা ৪৫ মিনিটে নেদারল্যান্ডের রাস্তায় ট্রামের (যাত্রীবাহী যান) হটাৎ কিছু বন্দুুকধারী ঢুকে এলাপাথারি গুলি করতে থাকে। এরপর বন্দুকধারীরা পালিয়ে যায়। এঘটনায় ১ শতাধিক যাত্রী নিহত/ আহত হবার সশঙ্কা করছে পুলিশ।
ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যেম সংবাদ সংস্থা রয়টার্স হামলায় হতাহতের বিষটি প্রকাশ করে।।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
