নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নির্বাচন কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রার্থী আজহারুল ইসলাম মান্নান র্নিবাচন বর্জনের ঘোষনা দিয়েছেন। ৩০ ডিসেম্বর দুপুরে তিনি একথা যানিয়েছেন।
মান্নান বলেন, ২৯ ডিসেম্বর থেকে অামাকে মেঘনা এলাকায় অবরুদ্ধ করে রাখা হয়েছে, এজন্য অামি নিজেও ভোট দিতে পরিনি,আমার ছোট ছেলে সহ আমার নেতা-কর্মীদের গ্রেফতার করেছে আইন প্রয়োগকারী সংস্থা। আমার কোন এজেন্ডকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।
এসব দিক বিবেচনা করে আজহারুল ইসলাম মান্নান একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন নির্বাচন বর্জনের ঘোষনা দেয়।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
