বন্দর প্রতিনিধিঃ বন্দরে পরকীয়া প্রেমে স্বামী বাধা দেয়া গলায় ফাঁস লাগিয়ে শাহনাজ (২১) নামের এক গৃহবধূ আত্নহত্যা করেছে। মঙ্গলবার রাতে গকুলদাসেরবাগ এলাকায় ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ১২ডিসেম্বর বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কুতুবুল আলম জানান, নাসিক ২৭ নং ওয়ার্ড কুড়িপাড়া গ্রামের সোহেল
মিয়ার মেয়ে শাহনাজ বেগমের ৬ বছর আগে রংপুর সদর এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে মোরশেদ মিয়ার সঙ্গে বিয়ে হয় ।
বিয়ের পর থেকে মোজাম্মেল তার স্ত্রী শাহনাজকে গকুলদাসেরবাগ এলাকায় ভাড়া থাকেন এবং রিকশা চালান।
স্ত্রীও বাড়ির পাশে একটি কয়েল ফ্যাক্টরীতে কাজ করেন।
মঙ্গলবার বিকালে শাহনাজ ডিউটি থেকে বাড়িতে এসে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে বের হন।
সন্ধ্যার পর স্বামী রিকশা চালক মোজাম্মেল রানা নামের এক পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে দেখে ফেলেন।
এসময় স্বামী মোজাম্মেল তার স্ত্রীকে চরথাপ্পর দিয়ে বাড়িতে এনে পিতা-মাতার কাছে বিচার দেয়। এসময় শাহনাজের পরিবার তাকে মারধর করে ।
এর জের ধরে মঙ্গলবার রাতের কোনো এক সময়ে গলায় ফাঁসি দিয়ে আত্নহত্যা করে। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
