নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বন্দরে বিদ্যুৎ স্পৃষ্টে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ২৪ এপ্রিল বুধবার সকালে বন্দার উপজেলার মদনগঞ্জ লক্ষারচর এলাকার হাবিব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ নির্মাণ শ্রমিক সাইদুর রহমান সাঈদ(১৭) লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
নিহত শ্রমিক মদনগঞ্জ লক্ষারচর গ্রামের আমির হোসেনের ছেলে।
জানা গেছে, উপজেলা মদনগঞ্জ এলাকার মৃত করিমউল্লাহ’র ছেলে হাবিবুল্লাহ বাড়িতে নির্মাণাধীন বিল্ডিংয়ে প্রতিদিনের ন্যায় গতকাল বৃধবার সকালে কাজে যায় সাইদুর রহমান সাঈদ।
এসময় পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে ঘটনাস্থলে মারা যায়।
খবর পেয়ে বন্দর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। livenarayanganj, news narayanganj, narayanganj newspaper
NarayanganjBani24.com NarayanganjBani24.com
