নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বরিশাল বিভাগে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে শিশু সহ ৫ জন নিহত হয়েছে। এর মধ্যে গাছের চাপায়, নৌকা-ট্রলার উল্টে ও আশ্রয় কেন্দ্র জাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিশুসহ ৫ জনের।
বরিশলে ৫ জনের নিহত হওয়ার খবরটি জানিয়েছেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।
বরিশালের বরগুনার পরিরখাল এলাকায় হৃদরোগে আক্রান্ত শহিদুল ইসালম (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উদ্ধারকর্মী সৈয়দ শাহে আলম (৫৫) পটুয়াখালীর কলাপাড়ার লোন্দাগ্রামের একটি খালে ঝড়ের প্রভাবে ট্রলার উল্টে নিখোঁজ হয় । এরপর বধবার সন্ধাায় তার লাশ উদ্ধার করা হয়।
নদীতে ট্রলার উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে ভোলা ও মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী েএলাকায়।
মো. সিদ্দিক (৭০) নিহত হয়েছেন ভোলার চরফ্যাশনে এলাকায় ঝড়ের সময় গাছ চাপা পড়ে ।
ঘূর্ণিঝড় আম্ফানের সকল আপডেট খবর পেতে আামদের সাথেই থাকুন।
নারায়ণগঞ্জের গত ২৩ ঘন্টার করোনা পরিস্থিতি যানত এখানে ক্লিক করুন
আরও পড়ুন নিচের লিংকে ক্লিক করুন..
- করোনায় আক্রান্ত ফকির নীট কারখানার ১০ শ্রমিক
- করোনা চিকিৎসার বাংলাদেশে আবিস্কৃত হলো ওষুধ
- প্রধানমন্ত্রীর ত্রান বিতরন করবেন জেলা প্রশাসকরা
- শোলাকিয়া ময়দানে হচ্ছেনা ইদদের জামাত
NarayanganjBani24.com NarayanganjBani24.com
