নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে ৩ টি২০ সিরিজের ১ম ম্যাচে বিশাল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ১৭ ডিসেম্বরের ম্যাচে বাংলাদেশ টাইগার শিবির টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
তবে সাকিবের অর্ধশত ছাড়া আর কোট ব্যাট্সম্যান দাড়াতে পারেনি ক্রিজে। সাকিব আল হাসনের অর্ধশত রানের
উপর ভর করে ১৯ ওভারে ১২৯ রান সংগ্রহ করে টাইগার বাহিনী।
ওয়েস্ট ইন্ডিজ ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেট হাতে রেখেই জয়ের প্রান্তে পৌছে যায় তারা।
ওয়ান্ডে সিরিজে ২ টি শতক করা সাই হোপ টি২০ ম্যাচেও দেখালেন তার ব্যাটের কারমতি।
৬টি ছয় ও ৩টি চারে ২৩ বলে ৫৫ রান করেন সাই হোপ।
আজকের আরো খবর পড়ুন এখানে ক্লিক করে
NarayanganjBani24.com NarayanganjBani24.com
