নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ভারতের মালিকানাধীন ”জি’ নেটওয়ার্কের সকল টিভি চ্যানেল বাংলাদেশে বন্ধ ঘোষনা করা হয়েছে । জি বাংলা, জি সিনেমা, জি বাংলা সিনেমা সকল প্রকার জি” চ্যানেল বালাদেশে প্রচার বন্ধ থাকবে।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রাজ্জাকের বরাত দিয়ে বিষটি নিশ্চিত করেছেন।
সোমবার ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন, ২০০৬’ এর উপধারা-১৯(১৩) এর বিধান লঙ্ঘন করে বাংলাদেশে ডাউনলিংককৃত বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের কারণে পরিবেশক (ডিস্ট্রিবিউটর) সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে সো কজ করে তথ্য মন্ত্রণালয়।
তবে এর আগে কয়েক তথ্য মন্ত্রণালয় সাবধানতা জারি করলোও তা ভ্রুক্ষেপ করেনি জি’ ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেড।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
