নিজাম উদ্দিন-বান্দারবানঃ বান্দরবান থানচিতে চাঁদের গাড়ি খাদে পড়ে ২জন নিহত ও ৪জন আহত হয়েছে। ১৭ জুন সোমবার সন্ধ্যায় বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের জীবননগর এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, চাঁদের গাড়ি সিমেন্ট বোঝাই চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ২ জন ও আহত হয় ৪ জন । খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা হাসপাতালে ভর্তি করে।
নিহতরা হলেন, ব্যবসায়ী সন্তোষ চাকমা (৩৯), মোহাম্মদ কালাম(২৪)। আহতদের মধ্যে এক জনের নাম মোহাম্মদ খালেক(৪৫), তবে পরিচয় পাওয়া জায়নি বাকিদের ।
এলাকাবাসী জানান, বান্দরবান থেকে সিমেন্ট বোঝাই করে চাঁদের গাড়িটি বলিপাড়া হয়ে থানচি যাওয়ার পথে জীবনননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় । এতে ঘটনাস্থালেই মৃত্যু হয় দুজনের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জোবায়রুল জানান, সড়ক দূর্ঘটনায় ২জন মারা গেছে, হতাহতদের উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
