নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ২৩ জুলাই মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪ ব্যাক্তির অজ্ঞাত লা স উদ্ধার করা হয়েছে।
২৩ জুলাই সকালে ফতুল্লা, আড়াইহাজার, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ । এ মধ্যে পরিচয় মিলেছে ৩ মরোদেহের। লাস গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পরিচয় পাওয়া নিহত ব্যাক্তিদের নাম.. লাস
- বন্দর উপজেলার কাইতাখালি এলাকার মৃত সফিউদ্দুন টুক্কি শিকদারের ছেলে মিশন শিকদার (২৮)
- ফতুল্লার লালখাঁ এলাকার মৃত আব্দুল হামিদের মেয়ে শেফালী বেগম (৪২)
- আড়াইহাজার উপজেলার মারওয়ার্দী গ্রামের মৃত আহেদ আলীর ছেলে সুরুজ মিয়া (৪০)
তবে পরিচয় পাওয়া যায়নি সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি থেকে উদ্ধর হওয়া লাসের। এছাড়াও বন্দরে পাওনা টাকা চাওয়া এক গার্মেন্টেস কারখানার শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনা পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
