নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি বর্তমানের রয়েছে নিয়ন্ত্রনে। ইতিমধ্যে জেলা স্বাস্থ্য অফিস থেকে ঘোষনা করা হয়েছে “নারায়ণগঞ্জ এখন আর করোনায় রেড জোন নয়”।
গত দু’সপ্তাহ ধরে নিন্মমুখী জেলায় প্রতিদিনের করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মাত্র ১৫ জন। একই সাথে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়নি কারো। করোনায় রেড জোন” হিসেবে পরিচিত নগরী নারায়ণগঞ্জ এখন করোনা মুক্তই বলা চলে।
জেলায় গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে বন্দর উপজেলায় ২ জন, নারায়ণগঞ্জ সিটি এলাকায় ৬ জন, রুপগঞ্জ উপজেলায় ১ জন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলায় আক্রান্ত হয়েছে আরও ৬ জন। তবে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়নি আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলায়।
২১ জুলাই মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
জেলায় গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০২ জনের। এর মধ্যে সোনারগাঁ থেকে ৬ জনের, সদর এলাকা থেকে ২৪ জনের, ইউএস বাংলার মাধ্যেমে ৫১ জনের, রপগঞ্জ থেকে ১৫ জনের, ৩’শ শয্যা হাসপাতালে ৭৬ জনের, ল্যাব এইড হাসপাতালে ১১ জনের, সিটি এলাকায় ১ জনের, বন্দর থেকে ১৪ জনের এবং আড়াইহাজার থেকে সংগ্রহ করা হয়েছে ৪ জনের নমুনা।
জেলায় নতুন আক্রান্ত ১৫ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৫৭৭২ জনে। নতুন মৃত্যু না থাকায় মৃত্যুর সংখ্যা ১২৪ জন এবং নমুনা সংগ্রহের সংখ্যা ৩০১৫৮ টি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
