নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র আঁকা সমালোচিত সেই ব্যাক্তি সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। একই সাথে তার সাথে দুই পাহারাদার পুলিশও নিহত হয়েছে।
রবিবার সিভিলিয়ান পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরে ট্রাকের সাথে ধাক্কা লাগার পর সে নিহত হয়।
নিহত ব্যক্তিার নাম লার্স ভিকস। সে সেই সুইডিশ কার্টুনিস্ট।
তাবে সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস এর সাথে দুই পুলিশ সদস্যর নাম প্রকাশ করা হয়নি। সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে তার পার্টনার।
এ সড়ক দূর্ঘটনা নিয়ে দেশটির পুুলিশ জানিয়েছে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়, তবে কেউ ইচ্ছাকৃত জড়িত নয় প্রাথমিকভাবে মনে হচ্ছে।
উল্লেখ্য যে, সে মহানবী (স.)-এর ব্যাঙ্গবিত্র এঁকেছিল ২০০৭ সালে। খবরটি ডেনমার্কের একটি খবরের কাগজ প্রকাশ করলে সারা বিশ্ব থেকে তীব্র প্রতিবাদ জানান মুসলিম উম্মাহ। এরপর থেকেই সে চলাফেয় সাথে রাখতেন পুলিশ।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
