নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিশ্বকাপ ক্রিকেটে ২০১৯ শে পয়েন্ট টেবিলে ৫ম স্থান টাইগার দলের। সামনে আছে আর মাত্র ৪ টি ম্যাচ, দিতে হবে আফগানিস্থান,পাকিস্থান, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টাইগারদের কঠিন পরীক্ষা,তুলে আনতে হবে ৪ ম্যাচের মধ্যে ৩ টি জয়।
আগামাী ২০ জুন টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এরপর ২৪ জুন আফগানিস্তান, ২ জুলাই ভারত ও গ্রুপপর্বের শেষ ম্যাচ ৫ জুলাই লড়বে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে।
ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে ৩২২ রান তারা করে ৭ উইকেট হতে রেখে ৪২ ওভার চলাকলীন জয় তুলে নিয়ে ক্রিকেট বিশ্বে ফেভারিট বাংলাদেশ টাইগাররা। সামনে টাইগারদের সেরাটাই আশা করছে বিশ্ব ক্রিকেট প্রেমিরা। সাকিব সাকিব
সাকিব করেন ৮৩ বলে অপরাজিত ১২৪ রান ও লিটন দাসের ৯৬ রানের ঝড়ো ইনিংসে সহজ জয় তুলে নেয় টাইগাররা।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
