নারায়ণগঞ্জ বাণী নিউজঃ ২-১ গোলে জয় পেয়ে আর্জেনটিনার জয় লাভ। জটিল সমীকরন মাথায় নিয়ে খেলেও সব প্লেয়ার খেলেছে সবার সেরাটা। আর্জেন্টাইন দলের দলীয় ক্রোন্দল কে মুছে ফেলে মাঠে নামে তারা। ফলাফলও নিয়ে আসে নিজেদের ঝুলিতেই। আর্জেন্টিনা এক প্রানবন্ত খেলা উপহার দেয় সকল সর্পোটের । তাদের জয়ের সাথে যেন জিতে গেল সারা বিশ্ব। হাসিতে মিলিন সকল সার্পোটার।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
