নারায়ণগঞ্জ বণী নিউজঃ নারায়ণগঞ্জের রুপগঞ্জে আলোচিত যূবলীগ নেতা মনির হত্যা মামলার পলাতক আসামী বাদলকে গ্রেফতার করেছে পুলিশ। ১০জুলাই রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার তারাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভেলাব থানার ইনচার্জ সেলিম মিয়া জানান,২০১৭ সালের ৯আগস্ট উপজেলার কঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেনকে অঞ্জাত নামা ব্যক্তি মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। তখন থেকেই নিখোঁজ হয় মনির। দুই মাস পর ৮ অক্টোবর বিরাব খালপার এলাকায় একটি পুকুরের মাটি খুরে বস্তা ভর্তি অবস্থায় মনিরের লাশ উদ্ধার করে পুলিশ।পরে নিহত মনিরের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে বাদল,আজিজুল,জসীম ও সিয়াম নামের ৪ জন এজাহার নামীয় সহ অঞ্জাত নামা আসামী করো রুপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের বাদল শুরু তেকেই পলাতক ছিল।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
