নারায়গঞ্জ বাণী২৪.কমঃ রুপগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসয়িকে গ্রেফতার করেছে পলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ির নাম মামুন। সে মাদক কারবারি মামুন উপজেলার মাহনা পূর্বপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
৩০ এপ্রিল রবিবার রুপগঞ্জের মাহনা এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন-রুপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা
পুলিশ সূত্রে জানা গেছে, মামুন ও তার সহযোগিরা বহুদিন ধরে মাহনা, সাওঘাট, আদুরিয়া, বান্টি, ভুলতাসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে ।
গোপন সংবাবাদের ভিত্তিতে ভুলতা ফাড়ী পুলিশ খবর পেয়ে মাদক বিক্রয়ের সময় অভিযান চলিয়ে তকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ৭৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিম।
মামুনকে গ্রেফতার করলেও তার সাথে থাকা অন্যারা পালিয়ে যায়।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
