নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের লাশ গ্রহনের জন্য সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় জমিয়েছে নিহতের স্বজরা।
হাসপাতল কতিৃপক্ষ থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়াও আজ থেকে শুরু করা হয়েছে। ৪ আগষ্ট বুধবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গ থেকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।
ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন করে ৪৮টি মরদেহের মধ্যে ৪৫ জন শ্রমিকের লাশ শনাক্ত করা হয়েছে । বাকি ৩ টি লাশে শনাকেন্তর জন্য স্বজনদের পূণরায় নমুনা সংগ্রহ করা হয়েছে।
শনাক্তকৃত ৪৫টি মরোদেহর মধ্যে আজ ২৪ টি মরোদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।
উল্লেখ্য যে, গত গত ৮ জুলাই রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে । একে আগুনে পুড়ে নিহত হয় ৫১ জন শ্রমিক।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
