নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে অক্সফোর্ড নামের একটি বেসরকারী স্কুলের ২০ জনেরো অধিক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে দুই শিক্ষক কে আটক করেছে র্যাব-১১।
২৭ জুন বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া মাদ্রাসা রোড এলাকাস্থ অক্সফোর্ড স্কুলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়ে।
অভিযুক্ত শিক্ষকরা হলেন, অক্সফোর্ড স্কুলের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম(৩০) ও প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জুলফিকার(৫৫)।
র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো: আলেপ উদ্দিন জানায়, এ ঘটনার খবর পেয়ে আমারা স্কুলে আসি ও অভিযুক্ত শিক্ষকদেও গ্রেফতার করি। অভিযুক্ত এক শিক্ষকের মোবইল ফোন ও কিছু ডিভাইস জব্দ করি। অভিযুক্তদের মোবাইলে বিভিন্ন ছাত্রীদের সাথে অত্যন্ত লোমহর্ষক চিত্র জব্দ করা হয়। তার মোবাইল ও কিছু ডিভাইস চেক করে ২০ জনেরো বেসি ছাত্রীর সাথে ভিডিও পাই এবং আরো কিছু ডিভাইস চেক করা বাকি আছে। সেগুলো চেক করার পর আরো প্রমান পাওয়া যাবে।
এঘটনা এলাকয় ছরিয়ে পড়লে স্কুলের সামনে শত শত জনতা ভির জমায় ও অভিযুক্ত শিক্ষকদের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ, উপ-পরিদর্শক (এসআই) সাঈদ, হাফিজুর রহমান।
তিনি জানান, এখনো ভিকটিমদের পরিবার থেকে অভিযোগ পাইনি। আমরা নিজেরাই ইনভেষ্টিগেশনটি করেছি। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারদেরকে ডাকবো, তারা মামলা কেেল সে অনুযায়ী
NarayanganjBani24.com NarayanganjBani24.com
