নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জের থেকে কিশোরী দুই চাচাতো বোনকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে ২০ দিন ধরে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে আল-আমিন (১৬) ও রিয়াদ (২৫) নামে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
২২ জুন শনিবার ভোর রাতে ফতুল্লা থানার গিরিধারা এলাকার সেলিনা আক্তারের বাড়ীতে থেকে পুলিশ তাদের গ্রেফতার করে ।
অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করা হয় ।
এ ঘটনায় অপহৃত এক কিশোরীর পিতা বাদী হয়ে শনিবার সকালে আল-আমিন ও রিয়াদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ পূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগ এনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
আল-আমিন নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের আইয়ুবনগর এলাকার মো বাদল মিয়ার ছেলে ও রিয়াদ ভোলা জেলার চরফ্যাশন থানার কুলসুমবাগ এলাকার আজিজ হোসেনের ছেলে।
তবে কিশোরীরা জানায়, প্রেমের টানে তারা স্বেচ্ছায় প্রেমিকের সাথে পালিয়ে যায়। বিয়ে করার জন্য তারা আদালতেও গিয়েছিল। কিন্তু বয়স কম হওয়ায় তাদের বিয়ে হয়নি। তাই বিয়ে ছাড়াই বাসা ভাড়া নিয়ে একই রুমে তারা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছিল। কিশোরীরা একে অন্যের আপন চাচাতো বোন। তাদের একজনের বয়স ১৭, আরেকজনের বয়স ১২ বছর।
মামলা সূত্রে জানা যায়, চলতি মাসের গত ২ তারিখ বিকালে আসামিরা ওই দুই কিশোরীকে বাড়ী থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। পরে জিডি সূত্রে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া ও উপ-পরিদর্শক হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করা হয়।
কিশোরীদের উদ্ধার করার পর জানা যায়, ফতুল্লার গিরিধারা এলাকার সেলিনা আক্তারের বাড়ীর একটি কক্ষে তাদের রাখা হয়। ওই বাসায় তাদের ইচ্ছার বিরুদ্ধে গত ৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত একাধিকবার ধর্ষণ করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া জানান, এক কিশোরীর বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে। একই বাসা থেকে আসামিদের গ্রেফতার ও দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
