নারায়ণগঞ্জ বালী নিউজঃ সিদ্ধিরগঞ্জে দিনে দুপুরে প্রাইভেট কার থেকে আব্দুল মান্নান(৫২) নামের এক ব্যক্তির লাশ ফলে রেখে চলে যায় দূবৃত্তরা। উদ্ধার করেছে ২৪জুলাই বুধবার সাড়ে বারটায় সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় ঢাবা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থিত শ্যামস ফিলিং স্টেশনের সামনে তাহার লাশ ফেলে যায় ঘাতকরা।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম জানান, বুধবার দুপুরে ঢাকাগামী একটি মাইক্রোবাস থেকে অজ্ঞাতনামা ঘাতকরা সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় শ্যামস ফিলিং স্টেশনের সামনে এক ব্যক্তির লাশ ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। উদ্ধারের সময় তাহার চোখে কাল চশমা পরা ছিল। তিনি আরও জানান, সেখান থেকে একটি কালো রংয়ের ব্যাব উদ্ধার করা হয়েছে এবং ব্যাগে রক্ষিত নিহতের জাতীয় পরিচয় পত্র থেকে তাহার নাম ঠিকানা জানা গেছে । নিহত আব্দুল মান্নান কুমিল্লা জেলার বড়ড়া থানার কিশালপুর গ্রামের সৈয়দ আলীর পুত্র।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
