নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জের দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী নিয়ে মাদক বিরোধী সমাবেশ করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মীর শাহীন শাহ পারভেজ।
১৮ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে সিদ্ধিরগঞ্জের শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয় ও সানারপাড় রওশন আরা কলেজের ৫ শতাধিক শিক্ষার্থী নিয়ে পৃথক ভাবে এ দু’টি সমাবেশ করা হয়।
এসময় তিনি মাদকের নানা কুফল সম্পর্কে বিস্তর বর্ণনা করেন এবং শিক্ষার্থীদের সাথে খোলা মেলা আলোচনা করেন।
তিনি বলেন, মাদকের ভয়াবহতা উপলব্ধি করে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ মাদক বিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। সমাবেশে শিক্ষার্থীরা হাত উচিয়ে মাদক কে ‘না’ বলেন।
সিদ্ধিরগঞ্জের শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্কুলের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে অন্যান্ন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সদস্য মাহবুবুর রহমান লাল চাঁন, কায়সার আহমেদ রানা, সহকারী প্রধান শিক্ষক শামীম আহমেদ, সহকারী শিক্ষক দিলরুবা, স্বপ্নযাত্রা সামাজিক সংগঠনের সাধারন সম্পাদক রবিউল ইসলাম বাবু ও ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক জিসানসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্ধ প্রমূখ
NarayanganjBani24.com NarayanganjBani24.com
