নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সোনারগাঁও থানার সাদিপুর এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রী কে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেছে সাকিব (২২) নামের এক বখাটে। বখাটে সাকিব নানাখী মধ্যপাড়া গ্রামেরমনিরের ছেলে ও আহত স্কুল ছাত্রী পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
আহত স্কুল ছাত্রী জানায়, স্কুলে আসা-যাওয়ার পথে সাকিব প্রায় ৬ মাস যাবত তাকে রাস্তা ঘাটে বিরক্ত করত, আজে-বাজে কথা বলত এবং প্রেম নিবেদন করত।
বখাটে সাকিবের কথায় রাজি না হওয়ায় মঙ্গলবার সকালে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে কয়েকজন ছেলেকে সাথে নিয়ে
মেয়টিকে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে, মেয়েটি মটিতে লুটিয়ে পড়ে যাবার পরও মারতে থাকে তারা। এ ঘটনায় স্কুল ছাত্রীর গাল
কেটে রক্তা ঝড়তে থাকে এবং মেয়েটি অজ্ঞান হয়ে যায়। পরে মেয়ের সহপাঠীরা তাকে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাকে
চিকিৎসা প্রদানকারী ডা. গোলাম মোস্তফা বলেন, মেয়েটির গালে তিনটি সেলাই করা হয়েছে। দাগ মুছতে অনেক সময় লাগতে পারে।
মেয়ের অভিবাবকরা বলেন, সাকিব এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। আমাদের পুলিশকে ঘটনা না জানাতে ও মামলা না করার জন্য হুমকি দিচ্ছে। আমরা অর্থহীন নিরিহ মানুষ, তাদের ভয়ে আতঙ্কে অছি।
তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদ
আলম। তিনি বলেন, ঘটানা আমি শুনেছি, আমি নিজ উদ্দোগে সাকিব ও তার সহযোগীদের গ্রেফতার করবো।
আরো পড়ুনঃ
NarayanganjBani24.com NarayanganjBani24.com
