নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে করোনার সংক্রমণের সংখ্যা আনেকটাই কম। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যুও হয়নি কারও।
সংক্রমণ কম হলেও জেলার উপজেলা গুলোতে প্রতিদিন পাওয়া যাচ্ছে করোনা আক্রান্ত রুগী।
আড়ও পড়ুনঃ-২০২১ সালের ফিতরা’র হার নির্ধরণ,জেনে নিন ফিতরার হার সমূহ
আড়ও পড়ুন-মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় দুই জনের ফাসিঁর আদেশ
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৮ জন। এরমধ্যে আড়াইহাজারে ১ জন, সিটি এলাকায় ৮ জন, রুপগঞ্জে ১৪ জন এবং সদরে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ জন।
করোনা আক্রান্তদের মধ্যে জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১৭৩২ জন।
জেলা থেকে গত ২৪ ঘন্টায় ৬৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ১০৩৮৭১ টি।
নতুন আক্রান্ত সহ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৬০ এবং মোট মৃত্যুর সংখ্যা ৯৩৯।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
