নারায়ণগঞ্জ বাণী নিউজঃ রুপগঞ্জ উপজেলা ওলামালীগের সভাপতি ও ওলামালীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নাঈমকে(৪০) ২৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। ২৪ জুলাই মঙ্গলবার বেলা ১১.৪৫ মিনিটে সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ার চর মেঘনা টোলপ্লাজার সামনে থেকে একটি প্রাইভেট কারে থাকা অবস্থায় মিষ্টির কাটুন ভর্তি ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক মো. ফয়সাল নারায়ণগঞ্জ বাণী ২৪.কম কে জানান, সোনারগাঁ থানা এলাকার স্পেশাল ডিউটি করা কালীন সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ার চর মেঘনা টোলপ্লাজার সামনে একটি প্রাইভেট কার সন্দেহজনকভাবে গতিরোধ করে তল্লাশীকালে মোশারফ হোসেন নাঈম নামে একজনকে আটক করে তাহার দখলে থাকা মিষ্টির কাটুনে ভর্তি অবস্থায় ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোশারফ হোসেন নাঈম রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি গ্রামের মৃত আশরাফ উল্লাহর ছেলে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
