নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের ফুতুল্লার নন্দলালপুরের ২৬ আগষ্ট রবিবার একটি ডোবা থেকে একটি লাস উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যাক্তির নাম ওমর ফারুক(৫৫)। স্থানীয় বাসিন্দারা ডোবায় লাসটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে সকাল ১০ টায় পুলিশ এসে লাসটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে,মৃত ব্যাক্তির নাম ছাড়া আর কোন পরিচয় মেলেনি এবং এটা আত্নহত্যা নাকি তাকে হত্যা করা হয়েছে তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।মৃত ব্যাক্তির পরিচয় জানার জন্যও চেষ্টা চালিয়ো যাচ্ছে পুলিশ।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
