নারাণগঞ্জ বাণী২৪.কমঃ বাংলাদেশ জাতিয় দলের তরুন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে ডিভোর্সের পর ১০ লাখ টাকার যৌতুক ও শারীরিকভাবে নির্যাতনের মামলা করেছ তার স্ত্রী সামিয়া শারমিন।
বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গনমাধ্যমকে যানায়, মোসাদ্দেকের বিষয়টি তার পারিবারিক হলেও বিসিবি দায় এড়াতে পারেনা। আমাদের বিসিবি প্রধান দেশের বাহিরে রয়েছেন,তিনি দেশে ফিরে আসলেই মোসাদ্দক সহ এর আগে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত ছিল বা রয়েছে তাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেক্ষ যে, ২০১২ সালে মোসাদ্দক তার আপন খালাতো বোনের সাথে বিবহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
