নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিএসএমএমইউ -তে গত ৬ অক্টোবর থেকে কেবিন ব্লকের ৬১২ নম্বর কেবিনে ভর্তি রয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল সূত্রে জানা যায়, শারীরিক অবস্থা আগের
চেয়ে সামান্য অগ্রগতি হয়েছে। তাবে দীর্ঘ মেয়াদে চিকিৎসা নিতে হবে তাকে।
বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল-হারুন একটি জাতীয় দৈনিককে বলেন,
খালেদা জিয়ার যে রোগ , তা সেটা দুই-চার দিরে সের উঠবেনা।নিয়মিত ওষুধ খাচ্ছেন, ফিজিওথেরাপি নিচ্ছেন।
কোড অনুসারে এবং ডায়েটে যেভাবে প্রেসক্রিপশ করা হয় বেভাবে তাকে খাবার দেওয়া হচ্ছে।
জানা গেছে, জেলখানায় থাকা পরিস্থিতি বিবেচনায় হাসপাতলে তার মানসিকভাবে তুলনামূলক ভাল অাছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
