শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

চাকরির পিছনে না ছুটে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলন-শিক্ষামন্ত্রী

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ চাকরির পিছনে না ছুটে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।১৯ জুন শনিবার গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভার্চুয়াল চতুর্থ সমাবর্তনে সভাপতির বক্তব্যে সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।



তিনি বলেন, কতটা ভালো আছেন সেটাকে গুরুত্ব না দিয়ে আপনি কত জনকে ভালো রাখতে পেরেছেন সেটাকে গুরুত্ব দিতে হবে,সবসময়  ইতিবাচক ধারণাকে চর্চা করতে হবে। হতাশা, নিরাশা, হিংসা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে,এমন কিছু করা যাবে না তা আপনাকে প্রতিহিংসাপরায়ণ করে তোলে কোন প্রতিযোগিতায় জয়ী হওয়ার জন্য।


তিনি আরও বলেন,প্রাতিষ্ঠানিক শিক্ষার যেমন গুরুত্ব রয়েছে, তেমনি অভিজ্ঞতারও বিকল্প নেই। মার এই জীবনে যা কিছু অর্জন করেছি, অর্জনের পিছনে যারা স্নেহ-ভালোবাসা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তাদের যেমন স্মরণ করি ,ঠিক তেমনি যাতের কারনে বাধা-বিপত্বিতর সম্মুখিন হয়ছি তাদেও স্মরণ করি।এছাড়াও শিক্ষামন্ত্রী তাদের উদ্দেশ্য করে আরও গুরুত্বর্পূণ বক্তব্য রাখেন।


ভার্চুয়াল চতুর্থ সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী,ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর সহ আরও অনেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

রুপগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

নারায়গঞ্জ বাণী২৪.কমঃ রুপগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসয়িকে  গ্রেফতার করেছে পলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ির নাম মামুন। সে  মাদক কারবারি মামুন উপজেলার