দেখে নিন বিপিএল-২০২১ এর ৬ দলের খেলোয়ারের তালিকা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিপিএলে আসরে এবার একই দলে খেলছেন  মাশরাফী, তামিম ও মাহমুদউল্ল। বিপিএল-এর অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্টান শুরু হয়েছে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে।

জেনি নিন অন্যান্য দলের খেলোয়ারদের তালিকা..



খুলনা:

  • মুশফিকুর রহিম
  • শেখ মেহেদি হাসান
  • সৌম্য সরকার
  • কামরুল ইসলাম
  •   ইয়াসির আলি
  • থিসারা পেরেরা
  • নবীন উল হক
  • ভানুকা রাজাপক্ষে
  • সেকুগে প্রসন্ন
  • সিকান্দার রাজা
  • নাবিল সামাদ
  • জাকির আলী
  • খালেদ আহমেদ
  • রনি তালুকদার
  • ফরহাদ রেজা



বরিশাল:

  • সাকিব আল হাসা
  • নুরুল হাসান
  • নাজমুল হোসেন
  • মেহেদি হাসান
  • ফজলে মাহমুদ
  • ক্রিস গেইল
  • মুজিব উর রহমান
  • দানুশকা গুনাতিলকা
  • ওবেদ ম্যাকয়
  • আলজারি জোসেফ
  • তাইজুল ইসলাম
  • সারোয়ার হোসেন
  • নিরোশান ডিকভেলা
  • সৈকত আলী
  • জিয়াউর রহমান
  • তৌহিদ হৃদয়
  • ইরফান শুক্কুর


চট্টগ্রাম:

  • নাসুম আহমেদ
  • শরিফুল ইসলাম
  • আফিফ হোসেন
  • শামীম পাটোয়ারী
  • মুকিদুল ইসলাম
  • বেনি হাওয়েল
  • কেনার লুইস
  • চ্যাডউইক ওয়ালটন
  • রায়াদ এমরিট
  • নাঈম ইসলাম
  • মেহেদী হাসান মিরাজ
  • আকবর আলী
  • মৃত্যুঞ্জয় চৌধুরী
  • সাব্বির রহমান
  • রেজাউর রহমান



কুমিল্লা:

  • মোস্তাফিজুর রহমান
  • লিটন দাস
  • শহিদুল ইসলাম
  • ইমরুল কায়েস
  • তানভীর ইসলাম
  •   সুনীল নারাইন
  • ফাফ ডু প্লেসি
  • মঈন আলী
  • কুশল মেন্ডিস
  • ওশান থমাস
  • মুমিনুল হক
  • মাহিদুল ইসলাম
  • পারভেজ হোসেন,
  • সুমন খান
  • মাহমুদুল হাসান
  • নাহিদুল ইসলাম
  • আরিফুল হক



ঢাকা:

  • মাহমুদউল্লাহ রিয়াদ
  • তামিম ইকবাল
  • রুবেল হোসেন
  • মাশরাফি বিন মর্তুজা
  • শুভাগত হোম
  • ইসুরু উদানা
  • কাইস আহমেদ
  • নাজিবউল্লাহ জাদরান
  • মোহাম্মদ শেহজাদ
  • ফজল হক ফারুকি
  • শামসুর রহমান
  • এবাদত হোসেন
  • জহুরুল ইসলাম
  • ইমরানুজ্জামান,
  • আরাফাত সানি
  • নাঈম শেখ



সিলেট:

  • তাসকিন আহমে
  • , মোসাদ্দেক হোসেন
  • মোহাম্মদ মিঠুন
  • আল আমিন হোসেন
  • নাজমুল ইসলাম
  • দীনেশ চান্দিমাল
  • কেসরিক উইলিয়ামস
  • কলিন অ্যালেক্সান্ডার
  • রবি বোপারা
  • অ্যাঞ্জেলো পেরেরা
  • নাদিফ চৌধুরী
  • মিজানুর রহমান
  • জুবায়ের হোসেন
  • সিরাজ আহমেদ
  • মুক্তার আলী
  • অলক কাপালি
  • সোহাগ গাজী
  • এনামুল হক
  • শফিউল হায়াত
  • সানজামুল ইসলাম



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল-ব্রেকিং নিউজ

নারায়ণগঞ্জ বাী২৪.কমঃ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে  হটাৎ করে রদবদল করা হয়েছে। একই সাথে জর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে।