নারায়ণগঞ্জবাসী কোনো গডফাদারের কাছে মাথা নত করবে না-আইভী

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জবাসী কোনো গডফাদারের কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

৯ জানায়ারী রবিবার বন্দর এলাকায় নির্বাচনি প্রচারণার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এখথা বলেন।



তিনি বলেন,আওয়ামী লীগে স্রোতের বেগে আনেক দলে ভিরেছে এসেছে আবার চলেও গেছে। আমরা আছি এবং আজীবন থাকবও।আমার ক্ষমতা জনগান। আওয়ামী লীগ অনেক বড় দল,এখানে সবার স্থান রয়েছে।



দলের বিরুদ্ধে কাজ করে কেউ টিকে থাকতে পারেনি, পারবেও না বলে মন্তব্য করে আইভী বলেন, সিটি এলাকায় রাস্তা, ড্রেন হয়েছে, মাঠ হয়েছে। একটা কাজ বাকি সেটা হলো কদম রসূল ব্রিজ। কোন কারনে কদম রসূল ব্রিজের কাজ পেছারেও আবারও তা শুরু হতে যাচ্ছে। নারায়ণগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে আমার জনগণ কখনও কোনো সন্ত্রাসী চাঁদাবাজ গডফাদার খুনীকে গ্রহণ করেনি। সেটা বারবা প্রমান করেছে জনগান। এবারও আবার প্রমান দেবে জনগন।



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ড. ইউনূস

দেশে ফিরলেন ড. ইউনূস -শপথ গ্রহন করবেন আজ রাতে

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ড. ইউনুস দেশে ফিরলেন একডি ফ্লাইটে। অর্ন্তবর্তিকালিন সরকার প্রধান হিসেবে আজ রাতে তিনি শপথ গ্রহন করবেন।