বিরতির সময়েও কার্ড দেখাতে পারবেন রেফারি

রিপোর্টার : ফেরদৌস রহমান :

কোনো ফাউল এড়িয়ে গেছে রেফারির চোখ বা কার্ড দেখা থেকে বেঁচে গেছেন দোষী ফুটবলার, এরকম ঘটনা ফুটবলে ঘটে অহরহই। কিন্তু এই বিশ্বকাপ থেকে সহকারী রেফারি কিংবা ভিডিও রিভিউ পদ্ধতি রেফারিকে মনে করিয়ে দিলে ম্যাচের যেকোনো সময় কার্ড দেখবেন ফুটবলাররা। রেফারি এই কার্ড দেখাতে পারেন ম্যাচের বিরতি চলার সময়েও! ফিফার আগের নিয়ম অনুযায়ী, রেফারি যদি একবার খেলা বন্ধ করে আবার শুরু করেন, তাহলে সেটার আগে ঘটে যাওয়া যেকোনো সিদ্ধান্তের জন্য কোনো কার্ড দেখাতে পারবেন না। কিছুদিন আগেই এফ এ কাপে সাউদাম্পটন স্ট্রাইকার শেন লংকে বাজেভাবে ফাউল করেন চেলসির মার্কো আলোনসো। বিরতির বাঁশি বাজানোর কিছুক্ষণ আগে ঘটা এই ঘটনা রেফারি মাইক ডিনের চোখ এড়িয়ে যায়। তবে তার চোখ এড়িয়ে গেলেও ৫ দিন পর আলোনসোকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। এই সমস্যার সমাধানে ফিফা সিদ্ধান্ত নিয়েছে, ম্যাচ চলার সময় যেকোনো মুহূর্তে রেফারিকে যদি আগের ফাউলের কথা জানিয়ে দেওয়া হয়, তাহলে তিনি সেই ফুটবলারকে কার্ড দেখাতে পারবেন। বিরতির সময়ও যদি তিনি ফাউলের কথা জানতে পারেন, তখনও কার্ড দেখানোর ক্ষমতা থাকবে তার। এদিকে ভিডিও রেফারি পদ্ধতির ক্ষেত্রেও কিছু নতুন নিয়ম প্রচলন করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। রিভিউ চেয়ে যদি মাঠে থাকা কিংবা বেঞ্চে বসা কোনো ফুটবলার হাত উঁচিয়ে রেফারির কাছে আবেদন করে অথবা রিভিউ ক্যামেরা বসিয়ে রাখার জায়গায় ঢুকে পড়ে, তাহলে তাকে হলুদ কার্ড দেখানো হবে। কোনো দলের কোচও যদি এমনটা করেন তাহলে তাকে প্রথমে প্রাথমিকভাবে সতর্ক করবেন রেফারি, পরবর্তীতে তাঁকেও দর্শকসারিতে পাঠিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।