মোখা

ব্রেকিং নিউজ-যে কারনে মোখা’ র মূল প্রভাব থেকে মূক্ত হলো বাংলাদেশ- বিস্তারিত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিকেলের দিকে আঘন আনবে ঘূর্রিঝড় মোখা। তবে বাংলাদেশের জন্য আঘান হানার শেষ সময়ে  এসে পাওয়া গেলে এক সু-সংবাদ।

বাংলাদেশে সরাসরি ঘূর্রিঝড় মোখা আঘাত আনার কথা থাকলেও তা আর হচ্ছেনা। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা মূল আঘাত হানতে পারে মিয়ানমারে।

আড়ও পড়ুন: উজ্জ্বল ভবিষ্যতের জন্য আসুন একসাথে কাজ করিঃ বিশ্বব্যাংককে প্রধানমন্ত্রী

আরও পড়ুন-রুপগঞ্জে যুবককে ‍কুপিয়ে হত্যার চেষ্টা



ইক্লোন আই (ঘূর্ণিঝড়ের কেন্দ্র) টেকনাফের ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরবর্তী অঞ্চল দিয়ে অতিক্রম করায় বাংলাদেশের উপকূল অঞ্চলে ঝুঁকি কমে এসেছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফ এলাকায় পরবর্তী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে।



আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার মূল অংশ টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দক্ষিণ দিয়ে অতিক্রম করছে। মিয়ানমারের সিটওয়ে এলাকা দিয়ে অতিক্রম করায় বাংলাদেশের কক্সবাজার, টেকনাফ অঞ্চলে ঝুঁকি এখন অনেকটা কম। বেশিরভাগ ঝুঁকি হবে মিয়ানমারে। আমাদের এইদিকে ঝুঁকি অনেকটা কমে আসছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*