বিআরটিএ

৬০ শতাংশ বর্ধিত ভাড়া বাতিল-বিআরটিএ’র আরও নতুন নির্দেশনা সমূহ

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আগামীকাল থেকে উছে যাচ্চে লকডাউন। চাল হচ্ছে সকল প্রকার গনপরিবহন সহ সরকারি-বেসরকারি অফিস সমূহ ও শপিংমল।

দেশেল অভ্যন্তরিন রুটে গনপরিবন চলাচল নিয়ে  বিআরটিএ’র নতুন নির্দেশনা প্রদান করেছে। নতুন নির্দেশনা আগামীকাল ১১ আগষ্ট থেকে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে। একই সাথে দেওয়া হয়েছে নতুন নির্দেশনা।



নির্দেশনাগুলো হলে…

  • আসন সংখ্যার অতিরিক্ত বা দাড়িয়ে কোনো যাত্রী পরিবহন করা যাবে না
  • সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সাথে মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।



  • পূর্বের ভাড়ায় গণপরিবহন চলবে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া কোনোভাবেই আদায় করা যাবে না।
  • গণপরিবহনের যাত্রী ও গনপরিবহনের সকল স্টাফদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে ও প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
  • যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।

নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ



গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মানা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বেলও জানানো হয়। এ নির্দেশনা নতুন কোন নির্দেশনা না আসপর্যন্ত বলবৎ তাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*