সুপ্রিমকোর্ট

আগামী ১ মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসি থেকে সরাতে হবে-হাইকোর্ট

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গত সোমবার দায়ের করা রিটে ঢাকার ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের রিট আবেদন হাইকোর্ট আমলে নিয়ে ১৭ জুন মঙ্গলবার আগামী ১ মাসের মধ্যে ফার্মেসি থেকে সকল মেয়াদোত্তীর্ণ ওষুধ সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে।

১৮ জুন মঙ্গলবার দুপুরে হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদের এ আদেশ দেন।

এর আগে ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্র হয় এরকম খবর জাতীয় পত্রিকা গুলোতে প্রতিবেদন প্রকাশ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। শহরের বিভিন্ন ফার্মেসি গুলোতে অভিযান পরিচালনা করে বেশিরভাগ ফার্মেসি গুলোতে ৯৩ শতাংশ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায় বলেও তিনি যানান।

পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠান সাময়িকভাবে ভাবে বন্ধ ঘোষনাও করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শেখ হাসিনা

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টার রায় ঘোষনা-ক্লিক করুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টর রায় ঘোষানা করেছে হাইকোর্ট।