Narayanganjbani24: নটরডেম কলেজের গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর বিচার চেয়ে ১০ দফা দাবী দিয়েছে সরকারকে। একই সাথে ৪৮ ঘন্টার আলিটিমেটাদ দেওয়া হয়েছে দাবীগুলো মানার জন্য সরকারকে।
- আরও পড়ুন:-৩ মাস আটকে রেখে স্কুলছাত্রীকে গনধর্ষণ-ধারণ করা হয়েছে ধর্ষণের ভিডিও
- আরও পড়ুনঃ ৪৬ বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার শিক্ষক পদ শূন্য-সংসদে শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১. যথাযথ তদন্ত করে নাঈমের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি প্রদান।
২. জেলাশহরের বিভিন্ন রুটে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু
৩. স্কুল-কলেজের সামনে হর্ন ও ওভারস্পিডিং-এর জন্য স্টুডেন্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনের কাছে জরিমানা অধিকার হস্তান্তর করা।
৪. সকল ছাত্রদের জন্য হাফ পাস নিশ্চিতকরণ
৫. প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে একাধিক স্পিড ব্রেকার নির্মাণ
৬. শহরের প্রত্যকটি অচল ট্রাফিক লাইটের সংস্কার এবং সঠিক ব্যবহার করা।
৭. ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ
৮. জেব্রা ক্রসিংয়ের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিতকরণ
৯. চলন্ত বাসে যাত্রী উঠানামা করালে প্রত্যেক বাসকে আইনের আওতায় আনা
১০. সর্বোপরি নিরাপদ সড়ক আইনের যথাযথ বাস্তবায়ন
NarayanganjBani24.com NarayanganjBani24.com
