আবারো সোনারগাঁয়ের কান্ডারী হতে কৌশলে মাঠে নেমেছেন লিয়কত হোসেন খোকা।


নারায়ণগঞ্জ বাণী নিউজঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে নিজের অবস্থান বহাল রাখতে এবং আবারও এত্র এলাকার সাংসদ নির্বাচিত হবার লক্ষ্যে এবার কিছু কৌশল নিয়ে মাঠে নেমেছেন নারাযণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয়পার্টির(এরশাদ) সিনিয়র যূগ্ম-মহাসচিব লিয়াকত হোসেন খোকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মুখে যাই বলুক তারা নির্বাচনে অংশ নেবে এমনটি ধারনা এখন জনমনে দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। আর বিএনপি নির্বাচনে এলে মহাজোটের অন্যতম শরীক দল জাতীয়পার্টি যে একটা ভাল মুল্যয়র পাবে তা বলার অপেক্ষা রাখে না। সেই হিসেবে নিজের লক্ষ্যকে সামনে রেখে গরত্বপূর্ণ কিছু কৌশল নিয়ে মাঠে নেমেছেন লিয়াকত হোসেন খোকা। প্রথমত, সম্প্রতি তাহার নিজ দলের কেন্দ্রীয় নেতাদের সাথে ঘন ঘন যোগাযোগ রক্ষা করে তিনি ঢাকায় বেশ সময় দিচ্ছেন, তাছারা তিনি নিজেও দলে সিনিয়র যূগ্ম মহাসচিবের মত গূরুত্বপূর্ণ পদে বহাল আছেন ,এবং হোসাইন মোহাম্মদ এরশাদের প্রিয়ভাজন ব্যক্তি হিসেবে পরিচিত সেই হিসেবে নিজ দলের মধ্যে তার অবস্থান শক্ত। দ্বিতীয়ত, সোনারগাঁয়ের প্রায় একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের চেয়ারমম্যান মেম্বারদের নিয়ে যে জনপ্রতিনিধি ঐক্য ফোরাম গঠিত হয়েছে তাও এমপি খোকার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তৃতীয়ত ,বিগত সংসদ নির্বাচনের পর থেবেই আওয়ামীলীগের ত্রিমূখী গ্রুপিং থাকায় থানা আওয়ামীলগের সিনিয়র বিছু নেতা-কর্মী এমনকি সুবিধা বঞ্চিত তুণমূলের আওয়ামীলীগ,যূবলীগ,সেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ডেকে নিয়ে তাহাদের সুখ দুখ শুনে যতটুকু সম্ভব বিভিন্ন ভাবে সহযোগীতা করে তাদের মনে ভালবাসা সৃাষ্ট করতে সক্ষম হয়েছেন । এভাবে আওয়ামীলীগের একটা বড় অংশ এখন তার সাথে ঐক্যবদ্ধ। পঞ্চমত, তিনি সংসদ সদস্য হওয়ার পর সোনারগাঁয়ে জাতীয় পার্টির রাজনৈতিক আবস্থান এখন আগের চেয়ে শক্তিশালী এবং গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বহুগুণে। তাছারা বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া সোনারগাঁয়েও কম পড়েনি। এদিকে সোনারগাঁয়ে আওয়ামীলীগে এখনও বিভিন্নমূখী গ্রুপিং বিদ্যমান এবং আওয়ামীলগের সিনিয়র নেতারা এখনও এক হতে পারেনি কিংবা তাদেরকে এক টেবিলে বসাবার দায়ীত্ব ও নিচ্ছে না জেলা বা কেন্দ্রীয় আওয়ামীলীগের কোন নেতা। যার ফলে আওয়ামীলীগের তৃণমূল নেতা-কর্মীরা মনে করে গ্রুপিংয়ের চেয়ে লিয়াকত হোসেন খোকাই মহাজোটের জন্য নিরাপদ ও যোগ্য প্রাথী। জাতীয় পার্টিতে নিজের প্রভাব , স্থানীয় ভাবে সোনারগাঁয়ের রাজনৈতিক মাঠে একটি শক্ত অবস্থান তৈরি সব মিলিয়ে মহাজাট থাকলে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে লিয়াকত হোসেন খোকাই হবেন মহাজোটের মনেনিত প্রার্থী এবং নির্বাচিত হয়ে আবারো সংসদ সদস্য হিসেবে দায়ীত্ব নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সোনারগাঁকে সমৃুদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন এমটাই মনে করেন সোনারগাঁয়ের বিভিন্ন দল মত ও শ্রেণী পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

Sonargaon News

সোনারগাঁয়ে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সারে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।