ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম-প্রতি পোষ্টে আয় ১ মিলিয়ন ডলার থেকে ৭ লাখ ৪৭ হাজার ডলার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ইনস্টাগ্রামে প্রতি পোষ্টে আয় করছেন ১ মিলিয় ডলার থেকে ৭ লাখ ৪৭ হাজার ডলার। শুনে অবাক হলেও প্রতি ছবি সেয়ার করে এমনি আয় করছেন বিশ্বের সেরা ১০ সেলিব্রেটি।

ইনস্টাগ্রামে  জত বেশি ফলোয়ার তব বেশি আয়…>!!!

ইনস্টাগ্রামে ছবি পোস্টে আয়ের প্রথম স্থানে রয়েছে  ‘দ্য রক’-খ্যাত রেসলার ও হলিউডের তারকা অভিনেতা ডোয়াইন জনসন। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে  একটি ছবি পোষ্ট করার জন্য মূ্ল্য হিসেবে পান ১ মিলিয়নের ডলারেরও বেশি।


২য় স্থানে রয়েছেন  ১৮.২ কোটি ফলোয়র নিয়ে  মেক-আপ উদ্যোক্তা কাইলি জেনার, তার ১ প্রোফাইলে ১ টি  পোস্টের জন্য পান ১ মিলিয়ন ডলারের বেশি।

এর পরের সেরা ৮ এ  রয়েছেন……..

  • ডাউনি জনসন, ১৮.৭ কোটি ফলোয়ারের বিপরীতে ১০ লাখ ডলারের বেশি
  •  ১৮.২ কোটি ফলোয়ারধারী কাইলি জেনার নেন ৯ লাখ ৮৬ হাজার ডলার
  • ক্রিস্টিয়ানো রোনালদোর ফলোয়ার সাড়ে ২২ কোটি, পোস্ট প্রতি পান ৮ লাখ ৮৯ হাজার ডলার
  • কিম কার্দাশিয়ান ১৭.৬ কোটি ফলোয়ারের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে নেন ৮ লাখ ৫৮ লাখ ডলার
  • পপ স্টার আরিয়ানা গ্র্যান্ডের ভক্ত ১৯.১ কোটি, পোস্ট প্রতি আয় ৮ লাখ ৫৩ হাজার ডলার


  • ১৮ কোটি ফলোয়ার আছে অভিনেত্রী-গায়িকা সেলেনা গোমেজের, তিনি নেন ৮ লাখ ৪৮ হাজার ডলার
  • পপ স্টার বিয়ন্সের অনুসরণকারী ১৪.৯ কোটি, আয় ৭ লাখ ৭০ হাজার ডলার।
  • ১৩.৯ কোটি ফলোয়ারের বিপরীতে পোস্ট প্রতি পপ স্টার জাস্টিন বিবার নেন ৭ লাখ ৪৭ হাজার ডলা
  •  পপ তারকা সাড়ে ১৩ কোটি ভক্তের কাছে বার্তা পৌঁছাতে নেন ৭ লাখ ২২ হাজার ডলা
  • । ফুটবলার নেইমার ডি সিলভা সানটোস জুনিয়রের ভক্ত ১৩.৯ কোটি, আয় ৭ লাখ ৪ হাজার ডলার।

ব্র্যান্ড ও মার্কেটিং কোম্পানিগুলো বিজ্ঞাপনের পোস্টে করে আয় করে থাকেন সেলিব্রেটিরা। সেলিব্রেটিদের সোশ্যাল মিডিয়ায় তারকাদের প্রভাবের ওপর ভিত্তি করে দারে দাম -দর ঠিক করে থাকে  ব্র্যান্ড ও মার্কেটিং কোম্পানিগুলো।


আরও খবর পড়ুন নিচে ক্লিক করে….. ইনস্টাগ্রাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফলাফল-আসন অনুসারে নির্বাচিতদের তালিকা

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ সফল ভাবে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, আর শেষ হয় বিকাল ৪টায়।